হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন, দেশ শাসন করবেন: আসাদউদ্দিন ওয়াইসি

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, নারীরা হিজাব পরবেন, কলেজে যাবেন, কালেক্টর হবেন, ম্যাজিস্ট্রেট-ডাক্তার-ব্যবসায়ী হবেন।

আর আপনারা একটা কথা মনে রাখবেন- আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু একদিন হিজাব পরা নারীই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবেন।

আজ রবিবার টুইটারে একটি ভিডিও বার্তায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ মন্তব্য করেন। এতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় এবং তাদের বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তবে তাদের বাবা-মা অবশ্যই তাদেরকে বলবে- হ্যাঁ তোমরা পরো। এর পর দেখি তাকে কে আটকায়! ইনশাআল্লাহ।’

আসাদউদ্দিনের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি. রাজা সিং জানান, ‘যতদিন বিজেপি থাকবে কোন হিজাবি নারী প্রধানমন্ত্রী হবে না। আপনি আপনার জনসংখ্যা যতই বাড়ান না কেন, তাতে কোন লাভ হবে না। আমরা আপনার এই স্বপ্ন পূরণ হতে দেব না।’

You might also like