সেই শিশু খালেদার মুখোমুখি ইশরাক

সংগ্রাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ভোট প্রচারণায় দেখা যায় ছোট্ট শিশু দিয়াফা আক্তারকে। যার চোখে ছিল বড় চশমা ,মাথায় চুলের স্টাইল, কাপড় পড়ার দৃশ্য সবই ছিলো পুরোপুরি খালেদা জিয়ার মতই।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গেন্ডারিয়া থানার ফরিদাবাদে ইশরাকের প্রচারণায় খালেদার বেশে দেখা মিলে দিয়াফার। এসময় শিশুটিকে দেখা যায়, ডান হাত উঁচু করে সালাম আর বাম হাতে ধানের শীষ প্রতীক। যা নজর কেড়েছে সকলের।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সেই ছোট্ট খালেদার সঙ্গে দেখা করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

সন্ধ্যায় রাজধানীর বংশালে ছাত্রদল নেতা ইসহাক আলী সরকারের বাসায় দিয়াফার সঙ্গে দেখা করেন ইশরাক।

জানা গেছে, শিশুটি দিয়াফা আক্তার বসুন্ধরা রিভারভিউ এলাকার বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফারুকের ভাগ্নি।

দিয়াফার বাবা ইদ্রিস আলী বলেন, আত্মীয়-স্বজন সবাই বলছে দিয়াফা দেখতে নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো। তাই মানুষকে ধানের শীষে ভোট দেয়ার জন্য আকৃষ্ট করার লক্ষ্যে আজ দিয়াফাকে কারাবন্দি দেশনেত্রী খালেদা জিয়ার মতো সাজিয়ে গণসংযোগে নামানো হয়েছে।

You might also like