আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংগ্রাম ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আহবায়ক বাবর চোধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিতি হিসবে উপস্থিত ছিলেন যুক্তরাজ বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক ও প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদন জনাব কয়সর এম আহমেদ
কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা শহীদ আরাফাত রাহমান কোকোর আত্নার মাগফিরাত কামনা করেন, কারান্তরিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি ও তারেক রাহমানের দীঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল,জাসাস, মহিলা দল ও বিভিন্ন অঙ্ঘ সংগঠনের নেত্রীবৃন্দ।