ভারতের মুসলমানদের বাঁচাতে গোটা বিশ্বকে এবার এগিয়ে আসতে হবে:ইমরান খান
ইমরান খান মন্তব্য করেছেন, ভারতের ২০ কোটি মুসলমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে টানা তিনদিন ধরে সংঘর্ষ চলার পর বুধবার মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইটে তিনি সবাইকে ‘শান্তি ও সম্প্রীতি রক্ষার’ ডাক দিয়েছেন।
এর কিছুক্ষণ পরই এক টুইটে ইমরান বলেন, ‘ভারত-অধিকৃত কাশ্মিরের ঘটনার পরেই আমি গত বছর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছিলাম,
বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়ল।
এ বার রক্তপাত আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলাম। যার সূত্রপাত হয়েছিল কাশ্মিরে।
ভারতে থাকা ২০ কোটি মুসলিম এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এটা রুখতে গোটা বিশ্বকে এবার এগিয়ে আসতে হবে