গরু-গাধার কাহিনী- আসিফ নজরুল

ক) করোনা মারাত্নক না, সর্দি কাশির মতো, 

খ) করোনা নিয়ন্ত্রনে উন্নত বিশ্বের চেয়ে এগিয়ে আমরা, 

গ) প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এখনো করোনামুক্ত রয়েছে। 

উপরের কথাগুলো সরকারের মন্ত্রীদের, নেতাদের। একটা দেশের মানুষকে গরু গাধা বা নির্বোধ না ভাবলে এসব কথা বলা সম্ভব নয়।  সরকারের লোকজন এসব কথা তাহলে কেন বলেন? 

বলে, কারণ আমার ধারনা তারা আমাদের ফালতু, তুচ্ছ বা গরু-গাধা ভাবেন। 

কেন ভাবেন? 

কারণ এরা দেখেন এই গরু গাধারা সব মেনে নেয়ে, সব সহ্য করে।

দিনের ভোট রাতে, ব্যাংক লুটপাট, প্রধান বিচারপতিকে গলাধাক্কা দিয়ে বিদেয়, ভারতের পক্ষে দেশের মানুষকে শাসানী, দিনে রাতে অজস্র আষাড়ে গল্প …………..!  

সরকার দেখে এদেশের মানুষ এখন সব মেনে নেয়, সহ্য করে।  

অনেকে আবার এসবের পক্ষে নেমেও যায়।

গরু গাধা না হলে তো এটা সম্ভব নয়। 

কাজেই গরু-গাধা আমাদের ভাবতে পারে তারা। 

বা হয়তো পিটিয়ে গরু গাধাই বানিয়ে ফেলেছে আমাদের এরা।

You might also like