আমার বিশ্বাস এই দায়িত্ব টুকু আমরা ভালো ভাবে পালন করতে সক্ষম হবো- এ্যানি চৌধুরী

শফিউল বারী বাবু’র পরিবারের দায়িত্ব নিবে বিএনপি, ইতি মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই বিষয়ে কথা বলেছেন। দলের পক্ষ থেকে তিনি যে সিদ্ধান্ত দিবেন যার মাধ্যম সন্ময় করে আমরা দায়িত্ব টুকু পালন করবো, সে সিদ্ধান্ত অনুসারে আমরা এগুবো৷ আমরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’কে এই বিষয়ে অবহিত করেছি, আমরা মহাচসচিব কে এই বিষয় অবহিত করেছি, সুতরাং উনাদের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত অনুসারে আমরা পরবতী কাজে হাত দিবো, তবে আমার বিশ্বাস এই দায়িত্ব টুকু আমরা ভালো ভাবে পালন করতে সক্ষম হবো। 

গত কাল রোজ সোমবার শফিউল বারী বাবু’র স্বরনে দোয়া ও আলোচনা সভায় উপস্হাপক শেখ সাদেক প্রশ্ন করেন- মরহুম শফিউল বারী বাবু সাহেব এর পরিবারে নিরাপত্তার বিএনপি’র পক্ষ থেকে কোন উদ্বোগ নিবেন কিনা, এ প্রশ্নের জবাবে এমনটাই জানালেন বিএনপি’র প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

You might also like