খালেদা জিয়ার ৪ মামলা স্থগিতই থাকবে

নাশকতা ও মানহানির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চার মামলার কার্যক্রম স্থগিতই থাকবে। এসব মামলা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেয়।
২০১৪ সালের নির্বাচনের আগে-পরে এসব মামলা দায়ের করা হয়। খালেদা জিয়ার আবেদনে এসব মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রসঙ্গত, সরকারের নির্বাহী আদেশ মুক্ত খালেদা জিয়া বর্তমানে তার গুলশানের বাসায় অবস্থান করছেন। গত ২৫শে মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। চলতি মাসে তার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে।।

You might also like