যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদকের বাড়িতে আক্রমণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লন্ডন মহানগর বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর এলাকার ঘরে আগুন লাগে। এলাকাবাসীর চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের স্বজনদের অভিযোগ আওয়ামিলীগ সন্ত্রাসীরা ঘরে আগুন দেয় ও ভাংচুর করে।
এই নেক্কার জনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান যুক্তরাজ্য লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।