তাহলে কি আরিফুল হক দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যাচ্ছেন!

আসন্য সিটি নির্বাচন নিয়ে চারিদিকে জল্পনা কল্পনার শেষ নেই। বিএনপি কি নির্বাচনে যাবে? গেলে কি হবে? তাহলে আগের নির্বাচন বর্জন করলো কেন? তাহলে সংসদ সদস্যরা পারলামেন্ট থেকে পদত্যাগ করলো কেন? এ রকম অনেক প্রশ্ন।
যেহেতু বিএনপি এ সরকার মানে না, তাদের নির্বাচন কমিশন মানবে কি করে?

আসি এখন সিলেট প্রশ্নে! সিলেট নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? সুজা উত্তর আরিফুল হক অনেক জনপ্রিয়, তিনি নির্বাচনে দাঁড়ালে পাশ করবেন এমন টা সবাই বলছেন।
তাছাড়া আওয়ামিলীগ সিলেটে যে প্রার্থী দিয়েছে তিনি লন্ডন প্রবাসী। তৃণমূলকে উপেক্ষা করে বিশেষ এক মহিলার সুবাদে তিনি সিলেটে ভাগ বসিয়েছেন বলে সবাই সমালোচনা করছেন।

এখন আসি আসল কথায় বিএনপি’র এত ত্যাগ,এত নির্যাতন এত কিছুর পর কিছু নেতাকর্মীরা কেনই বা দলীয় সিদ্বান্ত অমান্য করে আরিফুল হক’কে নির্বাচনে দাঁড় করাতে আগ্রহী!
আরিফুল হক সিলেট থেকে পাশ করলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে?
যেখানে শেখ হাসিনা সারা বাংলাদেশ এই মেরুদন্ডহীন নির্বাচন কমিশনকে দিয়ে দখল করে রেখেছে। ( EBM) দিয়েতো জোর করে পাশ করিয়ে নিতে পারে! তাহলে কেন আপনারা দলীয় সিদ্বান্ত মানছেন না!

বিএনপির জনসমর্থন থাকার পর ও শুধু মাত্র শেখ হাসিনার কুটকৌশলের কাছে বার বার হেরে যাচ্ছেন জনগন, হেরে যাচ্ছেন বিএনপি!
যে সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা বলে কমিটেড সেখানে সিলেট সিটি কি বড় হয়ে গেল?

লেখক

শেখ সাদেক আহমেদ 

লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দল

You might also like