শাহবাগ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হলেন মশিউল করিম চৌধুরী
জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহবাগ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহবাগের কচুয়া গ্রামের জনাব মশিউল করিম চৌধুরী।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব জনাব আবুল হারিছ চৌধুরীর মাতার নামে প্রতিষ্ঠিত সুরুতুন্নেসা মেমোরিয়াল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম নজরুল ইসলাম চৌধুরী (ফখরু মাস্টার) এর ছেলে। জনাব মশিউল শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের ছাত্র এবং পরবর্তীতে শিক্ষকও ছিলেন। এলাকায় তাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রয়েছেন সকলেই।
তিনি নির্বাচিত হয়ে এলাকার সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে এলাকা তথা আমার জন্মভূমির এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই আমার স্বার্থকতা আসবে।
জানা যায়, মশিউল করিম চৌধুরী একজন শিক্ষক এবং শিক্ষানুরাগী, তিনি শিক্ষা, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তার উপর অর্পিত গুরু দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে ‘সংগ্রাম টিভি’কে জানিয়েছেন।