নাতনির ব্যারিস্টারি হওয়ার খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া
সংগ্রাম ডেস্ক: জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমানের সুযোগ্য কন্যা জায়মা রহমান ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন.
গতকাল এ খবর কারাবন্দি বেগম খালেদা জিয়া যখন শুনতে পান তখন তিনি ভাবে যাওয়ার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার চিকিৎসকদের তিনি বলেন এখন যদি আমি আমার নাতনির পাশে থাকতাম তাহলে সবচাইতে বেশি খুশি হতো সে.
কারণ সে আমার অনেক আদরের ছোট থেকে তাকে আমি অনেক কাছে রেখেছি.আমি যেখানে যেতাম তাকে সঙ্গে নিয়ে যেতাম এসব বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া.
খালেদা জিয়ার একজন চিকিৎসক বলেন যখন এসব কথা বলছিলেন তার চোখে পানি ছলছল করছিল এবং স্বচ্ছল করছিল এবং তিনি খুব গর্ব করে বলছিলেন যে আমার সৌভাগ্য সে প্রথম যে মামলা নিয়ে আইনি পেশা আইন পেশায় পা দেবে সেটা হচ্ছে তার দাদীর মামলা এটা আমার জন্য অনেক বড় পাওয়া বলে তিনি মন্তব্য করেন.