৮৫ জন নেতাকর্মী নিয়ে দেশে প্রত্যাবর্তন করছেন কয়ছর এম আহমেদ।

এবার দীর্ঘ একযুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের কোপানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

পবিত্র ওমরাহর সকল কার্যক্রম সম্পন্ন করেছেন এরপর, নবী করিমের (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত করব। অতঃপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন। একইদিন অপরাহ্ন ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। পরে নয়াপল্টন কার্যালয়ে যাবেন। ২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন।

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি।৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারবো। দেশে ফিরে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আমি খুবই আবেগ আপ্লুত হচ্ছি।

You might also like