জাকজমকপূর্ণ ভাবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও আশরাফুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল ফিল্ডিং বেছে নেন। রাজশাহীর লাল দল ব্যাট করতে নামে।

লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ এবং কামরান হাফিজ ডিকি অপরাজিত ২১ রান করেন। এছাড়া রহমত আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। রাজশাহী সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।
জবাবে রাজশাহী সবুজ দল ১৮.৪ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায়। ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল দল। দলের পক্ষে সাইফুল ইসলাম ৩২, সুজন হাওলাদার ১৬  ফরহাদ রেজা ১৪ রান করেন। রাজশাহী লাল দলের বোলার লিমন হোসেন ৩টি, একারামুজ্জামান ২টি ও ফাহিম আহম্মেদ ২ টি করে উইকেট তুলে নেন।
টুর্নামেন্টে ৮টি জেলার ২০টি দল অংশ নিচ্ছে। এরমধ্যে সবুজ দলে রয়েছে রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলা। লাল দলে রয়েছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা। আগামী ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

খেলা শেষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামেই পুরস্কার বিতরণ করা হয়।  
You might also like