বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে নিয়ে কটূক্তির ও বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং দেশবিরোধী উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং রহস্যজনক কারণে সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির উদোগে গতকাল ১৬ জুলাই বধুবার হোয়াইটচ্যাপেল রোডে লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে. যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ: কদ্দুস. সহসভাপতি আব্দুস সালাম আজাদ. সহসভাপতি কদর উদ্দিন. সহসভাপতি আব্দুর রব. সহসভাপতি তপু শেখ. সহ সাধারণ সম্পাদক তুহিন মোল্লা. কোষাধ্যক্ষ জিয়াউর রহমান. আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল. স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন. ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান , বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম. সাংস্কৃতিক সম্পাদক আশিক বকস. বিএনপি নেতা আমির হোসেন. শেরওয়ান আলী. তোতা মিয়া. আলী আহমদ লিটন মোড়ল. আল মামুন. হালিমুল ইসলাম হালিম. মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. কবির আহমেদ সৈয়দ খবির. নিজাম উদ্দিন. রাজ ফরহাদ. ফজল আহমেদ. মোঃ গালিব আল শোয়ইব. শাহ মোহাম্মদ রুমন মিয়া. মোঃ কামরুল হাসান ভূঁইয়া. রিদওয়ান আহমেদ. আলম সেলিম. জাকির খান. আল আমিন. শাহেদ আহমেদ, নাসির উদ্দিন জুয়েল. জয় ইসলাম. ফজল আহমদ. আঃ মুহিত. প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট ও স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে লাখো মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তা আজ আবারও হুমকির মুখে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করে এসেছে। এই পথচলায় হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এমনকি দেশের একটি প্রধান রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা যেমন নজিরবিহীন, তেমনি তা গভীর ষড়যন্ত্রের প্রমাণ বহন করে।
বক্তারা আরও বলেন এ সময়েই দেশি-বিদেশি অপশক্তির মদদপুষ্ট একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে বিএনপির গণভিত্তিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। পুরান ঢাকার মিডফোর্ডের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি এবং জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা, যা সিলেক্টিভ প্রতিবাদ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলেন আমাদের আন্দোলন এখন ও শেষ হয়নি যতদিন পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে।