বিএনপি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে লন্ডনে মত বিনিময় সভায়- আব্দুস সালাম

বিএনপি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে – লন্ডনে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম —–

সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা ও দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সামুন এবং সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ চৌধুরীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ছাত্রদল নেতাকর্মীর উদ্যোগে গতকাল রবিবার ৭ সেপ্টেম্বর জাইমা পাঠাগারে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আমিনুর রহমান আকরাম এর সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায়.
স্বাগত জানিয়ে সুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কয়েছ। এতে প্রধান অতিথি: বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম. প্রধান বক্তা: বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক। বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ. সহসভাপতি মুজিবুর রহমান মুজিব. সহসভাপতি তৈমুস আলী. সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম. সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা. জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক বিএনপি নেতা কামাল উদ্দিন.যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান. যুগ্ম সম্পাদক মিসবাউজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ . যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ.সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলান. সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ. সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ ছোটন. ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল. মাহবুব স্মৃতি সংসদের সভাপতি. বিএনপি নেতা সুহেল আহমদ সাদিক. নিউহ্যাম বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ. যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন. যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন. যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন. সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজ. যুক্তরাজ্য বিএনপি সদস্য ফয়সল আহমদ, যুক্তরাজ্য বিএনপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মাহবুব খান নোমান. যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ. লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আব্দুর রব. সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জামান. কফিল হায়দার. মবিন ভূইয়া কাজল.সমশের আকবর পলাশ. মোহন চৌধুরী. এনামুল মালিক চৌধুরী. রফি আহমেদ চৌধুরী. মহসিন আহমেদ. মইনুল ইসলাম. ফখরুল ইসলাম. ইস্ট লন্ডন বিএনপির সহ সাধারণ সম্পাদক একলিমুর রাজা চৌধুরী মান্না. কামরুল ইসলাম চৌধুরী. যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শাহজাহান হোসেন শেনাজ, সহসভাপতি জাকারিয়া আহমেদ জাকু. সহ-সভাপতি রাকিব আলী, যুগ্ম-সম্পাদক শিব্বির আহমদ সুমন,যুগ্ম সম্পাদক সুহেদুল হাসান, যুগ্ম সম্পাদক শেখ মনছুর আহমেদ, সাবেক ছাত্রদলের নেতা সাহেল শাহ. ছাত্রদল মদনমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মেরাজ. যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদ আহমেদ. হাবিব আহমেদ. কামরান আহমেদ রাজীব. সহ দপ্তর সম্পাদক দিলদার হোসেন সুমন. যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আতাউর রহমান. সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু. সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া. সোহাগ আহমেদ. লন্ডন মহানগর লেতা বিএনপি শেরওয়ান আলী, আল মামুন. আমিনুল ইসলাম, শামীম আহমেদ. ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, মিসবা উদ্দিন. মোমিন আহমেদ. সাইফুল ইসলাম. আহমদ শরীফ. মহি আলম. জাবেদ আহমেদ. খালেদ আহমেদ. নাহিদ ইসলাম. সাহেদ আহমেদ. নিজাম উদ্দিন. দক্ষিণ সুরমা ছাএদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, মোঃ গালিব আল শোয়ইব,আল আমিন মিয়া. মোঃ কামরুল হাসান ভূঁইয়া. মো:শাহরিয়ার বিন আরিফ আকিব. তানিম পাটোয়ারী.প্রমুখ। বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট ও স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে লাখো মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তা আজ আবারও হুমকির মুখে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করে এসেছে। এই পথচলায় হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এমনকি দেশের একটি প্রধান রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা যেমন নজিরবিহীন, তেমনি তা গভীর ষড়যন্ত্রের প্রমাণ বহন করে।
তিনি বলেন এ সময়েই দেশি-বিদেশি অপশক্তির মদদপুষ্ট একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে বিএনপির গণভিত্তিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন আমাদের আন্দোলন এখন ও শেষ হয়নি যতদিন পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে।

You might also like