সাংবাদিকরা দেশ সংস্কারের সহায়ক শক্তি-এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বুধবার (৭ জানুয়ারি) বিকালে গোলাপগঞ্জ পৌরসদরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের কাছ থেকে গুরুত্বের সঙ্গে পরামর্শ ও মতামত গ্রহণ করেন তিনি।

এমরান আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজ সংস্কারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বিএনপি মনেপ্রাণে বিশ্বাস করে- আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানঘোষিত দেশ গড়া বা সংস্কারের ৩১ দফার সহায়ক অন্যতম শক্তি সাংবাদিকরা। কারণ- সাংবাদিকদের একটি ছবি কিংবা ক্ষুরধার একটি লাইন পাল্টে দিতে পারে অন্ধকার সমাজের চিত্র।
তিনি আরও বলেন- আমার জন্ম, শৈশব-কৈশোর- বেড়ে উঠা সব এই জনপদে, আপনাদের সামনে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষই আমার অভিভাবক। ছাত্রত্বকাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। বিভিন্ন সময়ে দল আমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। সেসব দায়িত্ব জান বাজি রেখে নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। যার পুরস্কারস্বরূপ আসন্ন নির্বাচনে সিলেট-৬ আসনে আমাকে আমার দল মনোনয়ন দিয়েছে। এখন পর্যন্ত দলের বার্তা অনুযায়ী- আমিই এখানে চূড়ান্ত প্রার্থী। বিকল্প প্রার্থীর বিষয়ে দলের মহাসচিব সেদিন সিলেটে স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন। সুতরাং এ বিষয়ে আর কোনো বিতর্ক, বিভ্রান্তি বা অস্পষ্টতা থাকতে পারে না। তাই আগামীর দিনগুলোতে আমি গোলাপগঞ্জের সম্মানিত সব সাংবাদিকের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। সিলেট-৬ আসনের উন্নয়নের স্বার্থে ভুল হলে ধরিয়ে দিবেন, এগিয়ে যাওয়ার পথে পরম বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি বিজয়ী হলে আপনাদের এমপি হবো না, সেবক হবো। আমার কাজকে আপনাদের সবসময় চ্যালেঞ্জ করার অধিকার থাকবে।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নার্জিস আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদ, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল, এনামুল হক, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, রতন মনি চন্দ্র, ইমরান আহমদসহ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়া গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

You might also like