TEAM-7 এর অফিসিয়াল ফেইসবুক পেজের শুভসূচনা.
সংগ্রাম ডেস্ক: করোনা আক্রান্তের সহায়তাকে কেন্দ্র করে গত ৬ মে, বুধবার বৃটেনের বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাতজন তরুণের সংগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন TEAM-7 এর অফিসিয়াল ফেসবুক পেইজ খোলা হয়েছে । বিশ্বায়নের এ যুগে সবার সাথে যোগাযোগ, সহায়তা ও সমন্বয় সহজতর করতে, TEAM-7 এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য এ জে লিমন।
সেলফ কোয়ারেন্টাইন থাকা মানুষজনের সাহায্য স্বরূপ টিম সেভেন মৌল মানবিক সহায়তা হিসেবে শুরু থেকে এখন পর্যন্ত অতি প্রয়োজনীয় ঔষধ এবং শপিং সরবরাহ করে যাচ্ছে। আপনাদের আত্মীয়স্বজনের কেউ যদি হোম কোয়ারেন্টাইনে থাকেন এবং ঔষধ বা শপিং-এর প্রয়োজন হয় তাহলে TEAM-7 এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
TEAM-7 এর স্বেচ্ছাসেবক সদস্যরা হলেন- আব্দুল বাছিত বাদশা, এনামুল হক লিটন,এজে লিমন, বাবর চৌধুরী, তাজবির চৌধুরী শিমুল, লুবেক চৌধুরী ও শেখ সাদেক।
করোনা ভাইরাসের দ্বারা কভিড-১৯ রোগ থেকে রক্ষা পেতে সকলকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান ও একান্ত প্রয়োজনে বাসা থেকে বের হলে ২ মিটার বা ৬ ফিট সামাজিক দূরত্বে থাকা, মাস্ক ও গ্লাবস (বিশেষ করে বাসে ও ট্রেনে) পরিধান করে চলাফেরা করতে TEAM-7 এর পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, ব্রিটেনে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ যখন আতংকিত, ঠিক ঐ সময়ে পূর্ব লন্ডনে টিম সুপার সেভেন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বৃটেনে বাংলাদেশি কমিনিটির ঘোর বিপদের প্রাক্কালে কমিনিটির প্রতি এমন জরুরী সাহায্য সবার কাছে খুব প্রশংসনীয় হয়েছে।
শুরুতে TEAM-7 পূর্ব লন্ডনের ট্রেন স্টেশনের সম্মুখে এবং বিভিন্ন জনবহুল স্থানে করোনা সতর্কতামূলক NHS-এর লিফলেটের সাথে নিজস্ব খরচে মাস্ক, গ্লাবস ইত্যাদি বিতরণ করে।
টাওয়ার হ্যামলেটস এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত অথবা লক্ষণ দেখা দেয়ায় ‘সেলফ কোয়ারেন্টাইনে আছেন এমন লোকদের জরুরীভাবে ঔষধ , খাবার ও নিত্যপ্রয়োনীয় জিনিষপত্র টিম সুপার সেভেন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
ভবিষ্যতে যে কোন দুর্যোগে TEAM-7 এভাবেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে জানান TEAM-7
-সংবাদ বিজ্ঞপ্তি