কারাগারের থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি ‘গায়েব’
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক বন্দীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ওই বন্দীর নাম আবু বকর সিদ্দিক। তিনি কাশিমপুর-২ কারাগারের কয়েদি। ৬ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আবু বকর সিদ্দিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে তার বাড়ি। কারাগারের এক কর্মকর্তা গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
তিনি আরো জানান, কাশিমপুর কারাগারটি অনেক বড়। তাই আবু বকর সিদ্দিক কারাগারের কোথাও লুকিয়ে থাকতে পারেন। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও সেল এলাকায় সেপটিক ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন তিনি। এবারও এমনটা হতে পারে। কারাগারের সব জায়গায় তাকে খোঁজা হচ্ছে। ৭ আগস্ট, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাংলা/এনএস