চেয়ারপার্সন এখনো সিসিউতে — মির্জা আলমগীর
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার, মে ২৩, ২০২১, দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শনিবার, মে ২২, ২০২১, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের বিষয়টি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা আলমগীর জানান, ‘জাতীয় স্থায়ীকমিটির সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমি অবগত করি। শারীরিক অবস্থা একই রকম স্থিতিশীল আছে। তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সিসিইউ থেকে বের হতে পারছেন না। চিকিৎসকোরা অনুমতি দিচ্ছেন না। তাঁর ফুসফুসে এখনও পাইপ রয়েছে।