মানবাধিকার সংগঠন সিটিজেন মুভমেন্টের উদ্যোগে ব্রিটিশ হাউজ অব লর্ডসে সেমিনার

মানবাধিকার সংগঠন সিটিজেন মুভমেন্টের উদ্যোগে ব্রিটিশ হাউজ অব লর্ডসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা এবং বাংলাদেশে সরকারের দমন নিপীরন বন্ধে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে এক সেমিনারের আয়োজন করা হয়। লর্ড কোরবান হোসেনের সভাপতিত্বে এবং সিটিজেন মুভমেন্টের সভাপতি এম এ মালিকের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এম পি সায়মল ডানসাক ,প্রফেসর ডঃ হাসনাত, বিশিষ্ট রাজনীতিবিদ মাহিদুর রহমান, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিদ্দিক , টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ।

সিটিজেন মুভমেন্টে
সিটিজেন মুভমেন্টে

এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কামাল উদ্দিন, আবেদ রাজা, নাসির আহমেদ শাহীন,খসরুজ্জামান খসরু, কে আর জসিম,রাকেশ রহমান, সাদিক হাওলাদার, ইমতিয়াজ এনাম তানিম, ডালিয়া লাকুরিয়া, আহমেদ সাদিক, শামীম আহমেদ, অঞ্জনা আলম, রিতু রহমান, তাসলিমা তাজ সহ অনেকে। সিটিজেন মুভমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মঈনুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হাসান, শিবলী সহিদস, আরিফ আহমেদ, গিয়াস উদ্দীন, নাহিদুল ইসলাম নাহিদ , তোতা সরকার , আরিফুল ইসলাম ।
সভায় উপস্থিত ব্যক্তিরা লর্ড কোরবন হোসেনকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করেন । লর্ড কোরবান হোসেন তার বক্তব্যে বলেন তিনি সব কিছু ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরে অবহিত করবেন এবং এ বিষয়ে ব্রিটিশ সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করবেন ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন-
হেলাল উদ্দিন আহমেদ, নাজমুল চৌধুরী,এম এ রব, মোহাম্মদ রবিউল্লাহ,অ্যাডভোকেট তাসলিমা খাতুন চৌধুরী,গাজী রফিক, মঞ্জুর হোসাইন, মোহাম্মদ জিয়াউল হাসান,সরফরাজ শরফু, আনোয়ার হোসাইন টিপু,সায়েদ আবু বকর সিদ্দিক, অঞ্জনা আলম, অ্যাডভোকেট সুফিয়া পারভীন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাদের জিলানী,মুন্না আহমেদ,রাইনা আফরোজ, রোহান তারিক, সায়েদ কবির হোসাইন,সোহেল আহমেদ, মোহাম্মদ ফাহিদুল আলম,ওমর ফারুক,পাবেল আহমদ,মোহাম্মদ আব্দুর রহমান,মোহাম্মদ আশিক আমিন মজুমদার,আবু সালেহ,নন্দন দে,মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী,আমিনুল ইসলাম,কাজী মাসুদ হাসান, অ্যাডভোকেট ওবাইদুল হক,পল্লব,হাসান জাবেদ,মিনাজুল আলম মামুন,রফিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন