বাংলাদেশে শিক্ষার্থীদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির সভা

বাংলাদেশে নিরীহ শিক্ষার্থীদের নির্মম ও নির্যাতন ও হত্যার প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির উদোগে গতকাল ২৯ জুলাই সোমবার হোয়াইটচ্যাপেল টাওয়ার হ্যামলেট কাউন্সিল অফিসের সামনে লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে. যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভা পরে মিছিল সহকারে লন্ডন মহানগর বিএনপির নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির উদোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ১০ ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. সহসভাপতি আব্দুস সালাম আজাদ ,সহসভাপতি আব্দুর রব ,সহসভাপতি তপু শেখ ,সহসভাপতি মোঃ আকলুছ মিয়া, সহসভাপতি এমদাদ হোসেন খান. যুগ্ম-সম্পাদক সোহেল শরীফ মোহাম্মদ করিম ,সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা. কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান. স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন. ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ. সহ ছাএ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন. ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান , বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম. বিএনপি নেতা. শফিকুল ইসলাম তুহিন. মবিন ভুইয়া কাজল. মোঃ শমসের আকবীর পলাশ. মোঃ নুরুল ইসলাম তোতা মাস্টার. মাস্টার নুরুল ইসলাম মধু মিয়া. আলী আহমদ লিটন মোড়ল. বাবুল মুন্সী. আব্দুল হক শাওন. আমির হোসেন. মুজিবুর রহমান মুজিব. বাচ্চু মিয়া. পটল মিয়া. হোসেন আহমদ. মোঃ শরিফুল ইসলাম. রাজিব আহমদ.শেরওয়ান আলী. হালিমুল ইসলাম হালিম. মোঃ তানভীর হোসেন সিদ্দিকী. আল মামুন. শামীম আহমদ. আলী উজ্জল. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. মোঃ ফজল আহমদ. মোঃ আকছার আহমদ. আল রায়হান. শাহ টিপু সুলতান. শেখ আসলাম শামীম. জয় ইসলাম. শাহীন মাহসুদ. শাহ আলম. জেসমিন বেগম. শিশু মিয়া. জাহিদুল হক মোমেন. গালিব আল শোয়াইব. নিজামুদ্দীন. মোঃ মনির. আঃ হামিদ অমিত. ইয়াজ কাওছার. মাহফুজ আহমেদ. মোঃ এমদাদুল হক. মফিজুর রহমান মুরাদ. জাফরুল হক. খালেদ আহমদ. আশিক আহমদ. মোঃ সুমন. আল মুমিন. রুহুল ইসলাম চৌধুরী. দেলওয়ার হোসেন. রফিক আহমদ. সাদিকুর রহমান. মোহাম্মদ ফারুক. মারুফ আহমদ. রুবেল খান. আল রায়হান. রিজভী উদ্দীন আহমেদ. ফখরুল ইসলাম. দেলুয়ার হোসেন. শাহ মোহাম্মদ রুমন মিয়া. আল আমিন. এম আশরাফ উদ্দিন. জুনের আহমদ.জাফরুল করিম. ফারুক হোসেন. মো পারভেজ মিয়া সুজা. মোঃ মিজানুর রহমান. এম আশরাফ উদিদন. মোঃ আনিসুর রহমান. রাসেল আহমদ. জাকির খান. মো: ফান্টু. আবুল হাসান ইমন. নুরল ইসলাম.মিজানুর রহমান. মিজানুর রহমান. মোঃ নাসির উদিদন.রোহান তারিক. মামুন মিয়া. ফরহাদ আহমদ. জাহিদুল ইসলাম. কামরুল ইসলাম ভূঁইয়া. মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা. বেলাল খান. মো রুমেল আলী. উজ্জল আলম চৌ. মুয়ীদুর রহমান ইমাদ. ইমদাদ হুসেন. মুহীউদ্দিন রেদোয়ান.সাইফুল ইসলাম. আজীজুর রহমান. মোঃ ময়নুল ইসলাম. সৈয়দ জুয়েল. নুর নবী. সৈয়দ মিনহাজ. এইচ এম ওবায়দুল ফাওাহ. মো: ওমর ফারুক ইমন. আলী আশরাফ প্রমুখ।সভায় বক্তারা বলেন অবৈধ ডামি সরকার অত্যান্ত সুকৌশলে মেধাবী ছাত্র-জনতাকে নির্বিচারে পাখির মত তার পেটুয়া বাহিনী দিয়ে গুলি করে হত্যা করে প্রমাণ করছে তারা এই দেশের সরকার নয়। কোন প্রভু দেশের ইশারায় শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তাদের নির্দেশনাই পালন করছে।এই সকল মেধাবী ছাত্রনেতারাই যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে ঠান্ডা মস্তিষ্কে গুলি করে বাংলাদেশকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। শত শত মায়ের বুক খালি করে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করে এই সরকার আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ন্যূনতম অধিকার নেই। তাই দেশে-বিদেশে সকল হক বদ্ধ ভাবে একই সুরে এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছে। আমরা আজ এই ব্রিটেন থেকে জানিয়ে দিতে চাই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এরই মাধ্যমে এই সরকারের পতন অতি সন্নিকটে সেই সাথে সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি আহবান আসুন এই সরকারের পতন তরান্বিত করতে রেমিটেন্স প্রেরণ থেকে আমরা বিরত থাকি।

You might also like