সরকারের রন্দ্রে রন্দ্রে চোর চোর- আরিফা সুলতানা রুমা
সংগ্রাম ডেস্ক: বিগত ১২ বছর থেকে যারাই এই অবৈধ সরকারের প্রতিবাদ করেছেন তারাই এই সরকারের জুলুম অত্যাচারের শিকার হয়েছেন এমন কি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও রেহাই পাননি, অন্যায় ভাবে ৭৫ বছর বয়স্ক গনতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া কে ২ বছর জেল খাটিয়েছে এই অবৈধ সরকার।
এখনও কয়েক লাখ বিএনপি নেতাকর্মী উপর রয়েছে মিথ্যা মামলা, আমি নিজে ও কয়েক বার জেল খেঠেছি এখনও কয়েকটি মামলাতে নিয়মিত হাজিরা দিচ্ছি হয়।
এই সরকার বাংলাদেশ কে তলা বিহিন জুড়িতে পরিনত করেছে, সরকারে রন্দ্রে রন্দ্রে চোর চোর৷ আমি মনে করে হাসিনা বাদে যারা আছেন তারা সব গুলো চোর।তারা নিজেরা স্বীকার করেছেন হাসিনা বাদে সবাইকে কিনা যায়। এমনটাই বলছিলেন ‘সংগ্রাম টিভি’র “এ সময়ে বাংলাদেশ” অনুষ্ঠানে আরিফা সুলতানা রুমা।