সরকারের রন্দ্রে রন্দ্রে চোর চোর- আরিফা সুলতানা রুমা

সংগ্রাম ডেস্ক: বিগত ১২ বছর থেকে যারাই এই অবৈধ সরকারের প্রতিবাদ করেছেন তারাই এই সরকারের জুলুম অত্যাচারের শিকার হয়েছেন এমন কি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও রেহাই পাননি, অন্যায় ভাবে ৭৫ বছর বয়স্ক গনতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া কে ২ বছর জেল খাটিয়েছে এই অবৈধ সরকার।

এখনও কয়েক লাখ বিএনপি নেতাকর্মী উপর রয়েছে মিথ্যা মামলা, আমি নিজে ও কয়েক বার জেল খেঠেছি এখনও কয়েকটি মামলাতে নিয়মিত হাজিরা দিচ্ছি হয়।

এই সরকার বাংলাদেশ কে তলা বিহিন জুড়িতে পরিনত করেছে, সরকারে রন্দ্রে রন্দ্রে চোর চোর৷ আমি মনে করে হাসিনা বাদে যারা আছেন তারা সব গুলো চোর।তারা নিজেরা স্বীকার করেছেন হাসিনা বাদে সবাইকে কিনা যায়। এমনটাই বলছিলেন ‘সংগ্রাম টিভি’র “এ সময়ে বাংলাদেশ” অনুষ্ঠানে আরিফা সুলতানা রুমা।

 

 

You might also like