এক হাতে যুক্তরাজ্য বিএনপি কমিটি আর অন্য হাতে তাদের পছন্দের নাম গুলো নিয়ে বসেছিলেন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যুক্তরাজ্য কমিটি –

কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানো, সেই সাথে দায়বদ্ধতা –মিছবাহুজ্জামান সুহেল 

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল | বাংলাদেশের স্বাধীনতা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান | সঙ্গত কারণেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিএনপি জাঁকজমক ভাবে পালন করবে এটাই স্বাভাবিক | সেই হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যন জনাব তারেক রহমান সাহেব এর নির্দেশনায় বিএনপি সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, বিভাগীয় কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয় | 

আমরা সবাই জানি বিএনপি’র বর্তমান কমিটি ( স্থায়ী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটি ) প্রায় ৫০০ জনের মতো | উদযাপন কমিটি করা হয়েছে প্রথমে ১১৫ জন এবং পরবর্তীতে আরো ২৫ জন সংযুক্ত করে ১৪০ সদস্যের জাতীয় উদযাপন কমিটি | বিভাগীয় কমিটি ও বিভিন্ন উপ কমিটি ৪০-৫০ সদস্যের | এবং প্রতিটি কমিটি একজন আহবায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি সবাইকে সদস্য করে করা হয়েছে | দেশের বাইরে প্রথম কমিটি করা হয়েছে মধ্যপ্রাচ্য কমিটি | ৮-১০ টি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যের কমিটি করা হয়েছে মাত্র ২৭ জন দিয়ে | সেখানেও একজন আহবায়ক একজন সদস্য সচিব বাকি সব সদস্য |

এবার আসা যাক যুক্তরাজ্য প্রসঙ্গে –

গত এক বছর থেকে সারা বিশ্ব করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে | ইউরোপের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, এখনো আমরা জাতীয় লকডাউনে আছি | প্রতিদিন ৫০,০০০ এর উপরে নতুন আক্রান্ত, ১০০০ এর উপর প্রতিদিন মানুষ তার স্বজন হারাচ্ছেন | এই অবস্থায় আমরা কবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো আল্লাহ রাব্বুল আল আমীন ছাড়া কেউ বলতে পারবোনা | এটা আইনের দেশ, ইচ্ছে করলেই দেশের মতো আমরা কিছু করতে পারিনা | আগে যাদের সাথে প্রতি সপ্তাহে দেখা হতো করোনা ভাইরাসের কারণে এক বছর অনেকের সাথে দেখাই হয়নি | যুক্তরাজ্য বিএনপি প্রায় এক বছর ধরে ভাইরাসের কারণে অফিসিয়ালি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেনা, মাঝে মধ্যে কিছু ভার্চুয়াল প্রোগ্রাম করেছে | এই অবস্থায় আসলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন কমিটি | ২৬৯ সদস্যের বিশাল কমিটি, উল্লেখ্য যুক্তরাজ্য বিএনপি কমিটি বর্তমানে ১৫১ সদস্যের | এতো বিশাল সদস্যের কমিটি ও সদস্যের ক্রম বিন্যাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা | সঙ্গত কারণে অনেক আলোচনা সমালোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবকে জড়াতে অনেকে কার্পণ্য করেননা | কারণ উনি যুক্তরাজ্যে বর্তমানে বাস করছেন | অনেকের ধারণা যুক্তরাজ্যে যা হয় উনার মাধ্যমে হয় | তবে একটা জিনিস যদি আমরা ভালো করে খেয়াল করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেব যত দিন থেকে দল পরিচালনা করছেন তখন থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহকে একটি সাংবিধানিক, সাংগঠনিক, শৃংখলা ও কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন | আমরা বিভিন্ন সময় দেখছি ভার্চুয়ালের মাধ্যমে তিনি তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে প্রতিটি সংগঠনে তুমুল পরিবর্তন নিয়ে এসেছেন | আমরা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবর জ্ঞান, প্রজ্ঞা, বিবেক, রাজনৈতিক দক্ষতা নিয়ে সামান্যতম অবলোকন করি আমার বিশ্বাস সবাই অন্তত এইটুকু বলতে পারি যুক্তরাজ্য উৎযাপন কমিটি উনার চোখের সামনে দিয়ে আসেনি | যারাই এই কাজটি করেছেন উনার অজান্তেই করেছেন | 

এখন প্রশ্ন হলো যারা অনুমোদন দিয়েছেন, তারা কি বুঝে দিলেন | সেটার উত্তরও তারাই ভালো করে দিতে পারবেন | ২৬৯ জনের কমিটিতে একজন আহবায়ক, একজন সদস্য সচিব এবং একজন যুগ্ম আহবায়ক করে বাকি সবাইকে সদস্য রাখা হয়েছে | এখন পর্যন্ত যত উদযাপন কমিটি করা হয়েছে কোথাও যুগ্ম আহবায়ক কোন পদ রাখা হয়নি | তাহলে প্রশ্ন আসে যুক্তরাজ্যে কেন ?  যুগ্ম আহবায়ক যদি দিলেন তাহলে একজন কেন ? এখানে কি যুগ্ম আহবায়ক হওয়ার মতো আর কেউ যোগ্যতা রাখেননা ? তাহলে কি আমরা ধরে নিবো একজন ব্যক্তি বিশেষকে প্রমোট করার জন্য এই কমিটি ? তারপর আসুন কমিটির নাম ক্রম বিন্যাস | যিনি লেখকের ভূমিকায় ছিলেন তিনি খুব সুক্ষ ভাবে এই কাজটি করেছেন | সম্ভবত এক হাতে যুক্তরাজ্য বিএনপি কমিটি আর অন্য হাতে তাদের পছন্দের নাম গুলো নিয়ে বসেছিলেন | বিএনপি কমিটির কিছু নাম লিখে মাঝে মধ্যে তাদের পছন্দের নাম গুলো বসিয়েছেন | আবার কমিটির অনেক তাদের পছন্দের মানুষকে উপরে তুলে নিয়ে এসেছেন | আবার যুক্তরাজ্য বিএনপি কমিটিতে আছে অনেকেকে তারা ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়েছেন | বিএনপি কমিটির সুপার ফাইভের ২/ ১ জনের নাম এতো পিছনে নেওয়া হয়েছে যা সত্যি বিব্রতকর | সত্যি বলতে যারা দলের জন্য দিন রাত কাজ করে তাদের মাথার উপর ঘুমন্ত মানুষ গুলোকে বসিয়ে দেওয়া হয়েছে | এতো বিশাল কমিটি করেও অঙ্গ সংগঠনের অনেক একটিভ নেতা কর্মীদের জায়গা হয়নি | 

এখন প্রশ্ন হলো কোনো বিশেষ ইস্যু নিয়ে এতো বড়ো কমিটি করার আদৌ প্রয়োজন আছে কি ? আমাকে কমিটিতে রাখতে হবে এমন কোনো কথা নেই বা সবাইকে রাখতে হবে বা খুশি করতে হবে এমন কোনো কথা নেই | এটা একটি রাজনৈতিক সংগঠন | আমরা নিজের ইচ্ছামতো একটা দলকে চালাতে পারিনা | আমরা নিজের ইচ্ছের প্রতিফলন ঘটাতে গিয়ে দলকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবকে প্রশ্নবিদ্ধ করার এখতিয়ার কারো নেই | আমি নিজেও যুক্তরাজ্য বিএনপি’র কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুবাদে যে কোনো পরিস্থিতির দায়ভার এড়াতে পারিনা | 

শুভেচ্ছান্তে 

মিছবাহুজ্জামান সুহেল 

যুগ্ম সম্পাদক 

যুক্তরাজ্য বিএনপি

আরো পড়ুন