সংগ্রাম ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে বিএনপির তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত বিএনপির পক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ঢাকা সিটি দক্ষিণে একজন এবং উত্তরে মনোনয়ন নিয়েছেন দুইজন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন জানান, ঢাকা সিটি দক্ষিণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য।
অন্যদিকে ঢাকা সিটি উত্তরে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এখানে আরো মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।