বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিডলসেক্স বিএনপির উদ্যোগে NHS ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ
সংগ্রাম ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপে যুক্তরাজ্য, এই মহামারী দূর্যোগ মোকাবিলায় ব্রিটেনে প্রথম সারিতে থেকে যারা যুদ্ধ করে যাচ্ছেন NHS কর্মী,ডাক্তার নার্সদেরকে সম্মান দেখাতে ও সাহস যোগাতে ব্রিটেনে প্রতিদিন বিভিন্ন সংস্থা ও সাধারণ জনগন তাদেরকে সম্মান দেখিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তদারকীতে যুক্তরাজ্যের সকল হাসপাতালের NHS স্টাফ নার্স ও ডাক্তারদের কে খাবার সরবরাহ করার অংশ হিসাবে আজ মঙ্গলবার ১২ই মে যুক্তরাজ্য মিডলসেক্স বিএনপির নেতৃত্ব (বোসি সোনারগাঁও রেস্টুরেন্ট থেকে) মিডলসেক্স নর্থ উইক পার্ক হসপিটালের স্টাফদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় । এই সময় উপস্থিত ছিলেন, মিডলসেক্স বিএনপির আহবায়ক বশির আহম্মেদ, যুক্তরাজ্য কৃষকদের সদস্য সদস্য সচিব শাহ্ মো: ইব্রাহিম মিয়া, মিডলসেক্স বিএনপির যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম লিটন, সদস্য মামুনুর রশিদ (মামুন) প্রমুখ।