বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের পরিকল্পনা ও আমার আমার নিজস্ব উপলব্ধি-জুয়েল

তারেক রহমান – নতুন বাংলাদেশ |
কিছুদিন পূর্বে এক বিশেষ আলোচনা সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনার বক্তব্যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে সরকার এবং সংসদ নিয়ে উনার পরিকল্পনা এবং চিন্তার বিষয়ে কিছু কথা বলেছেন।যার একটি দিক নিঁযে আমার নিজস্ব উপলব্ধি তুলে ধরার চেষ্টা করছি।জনাব তারেক রহমান উন্নত দেশগুলোর আদলে দু’কক্ষ বিশিষ্ট এক কার্যকর পার্লামেন্টের বিষয়ে উনার সময়োপযোগী পরিকল্পনা তুলে ধরেছেন।যেখানে একটি কক্ষে থাকবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি ( বর্তমান আগের দিন সীল মেরে ভোট ডাকাতির মাধ্যমে কোন সঙসদ নয়)।আরেকটি কক্ষ থাকবে সমাজের অগ্রসর এবং বিভিন্ন সেক্টরে যারা মেধা প্রজ্ঞা এবং বিচক্ষনতায় এগিয়ে , যাদের দেশপ্রেম প্রশ্নাতীত যারা আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির আলোকা স্বয়ংসম্পূর্ন মর্যাদার বাংলাদেশ গড়তে চান তাদের প্রতিনিধি।দলীয় পরিচয়ের বাহিরেও বাংলাদেশী পরিচয়েই যিনারা বেশী পরিচিত।সমাজের সব অংশের বুদ্ধিভিত্তিক অংশগ্রহনের মাধ্যমে সমাজ এবং দেশকে গড়ে তোলাই মূল চিন্তা।যেখানে শিক্ষক বুদ্ধিজীবি ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবি সাংবাদিক ব্যবসায়ী সাবেক আমলা পিছিয়া পরা জনগোষ্ঠির প্রতিনিধি সহ বিভিন্ন সেক্টরের সর্বজন গ্রহনযোগ্য ব্যক্তিরাই প্রতিনিধিত্ব করবেন।সরকার পরিচালনায় অংশগ্রহনকারীদের সঠিক দিকনির্দেশনা এবং সিদ্ধান্ত আসবে সংসদ সদস্যদের আলোচনা গবেষনা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে।যার বিশেষজ্ঞ গবেষনা এবং পূনর্মূল্যায়ন মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রনয়ন এবং বাস্তবায়নের সঠিক পথনির্দেশ তৈরী করাই হবে প্রতিনিধিত্বশীল সংসদের কাজ।ছায়া সরকার আদলে যারা মূলত কাজ করবেন । সূদুরপ্রসারী ভাবনা এবং সব মত এবং পথের মানুষকে একত্রিত করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে উদ্দেশ্য তার মধ্যে আধুনিকতা এবং দেশপ্রেমের চিত্রই ফুটে উঠে। বর্তমানে যখন দলীয় করন(দল কানা)এবং তোষামোদ কারীদের জয়জয়াকার।মেধাহীনদের দাপটে মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে।সম্মান এবং মর্যাদা হারানোর ভয়ে সঠিক কথা বলতে নাগরিকরা ভয় পাচ্ছে জি হুজুর মার্কা এক জরাজির্ন আমলাতন্ত্র এবং সুশীলের জয়জয়াকার সে সময় দেশগঠনে এই ধরনের অগ্রসর চিন্তা সমগ্র জাতিকে আশার আলো দেখায় ।ঐক্যবদ্ধ হওয়ার প্রেরনা দেয়।
চলবে…
লেখক
আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল
সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। বাংলাদেশ.
আরো পড়ুন