বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আলোচনা সভা প্রধান অতিথি তারেক রহমান।

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান।
ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।

বিশেষ দ্রষ্টব্যঃ করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ বৃদ্বি এবং যুক্তরাজ্য সরকারের নতুন কোবিড নীতিমালার কারণে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রয়েল রিজেন্সি হলে আয়োজিত সভাটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে এখন আলোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

উক্ত ভার্চুয়াল সভায় সবার যোগদান কামনা করছি।

তারিখ ও সময়ঃ ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার । বিকাল ২:৩০ ঘটিকা (ইউকে সময়), রাত ৮:৩০ ঘটিকা (বিডি সময়) ।
স্থান: নিজ বাসস্থান ।

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86886621114?pwd=NUZYVFBXU1cwWGF6QjMrRitPM1cvUT09

Meeting ID: 868 8662 1114
Passcode: ukbnp

ধন্যবাদান্তে।

এম এ মালিক
সভাপতি

কয়ছর এম আহমেদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্য।

আরো পড়ুন