সংগ্রাম ডেস্ক: প্রবাসে থেকে ও মানুষের ভালোবাসায় কাজ করে যাচ্ছেন লন্ডনে জন্ম গ্রহনা করা সিলেটি বংশদ্ভুত দুই যুবক। তারা বয়সের দিক থেকে ছোট হলেও অনেক বড় মন নিয়ে বহু দিন থেকে কাজ করে যাচ্ছেন করোনা মাহামারিতে৷
গত মাসে ১০০টি পরিবার কে উপহার সামগ্রি পৌছে দিয়েছেন এবং আজ দিয়েছেন আরোও ৫০ টি পরিবারকে ৷ কখনো নিজস্ব খরছে আবার কখনো পরিচিত মানুষদের সাহায্য নিয়ে সাধ্যমত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তানহিম সমিত ও আকাশ খান নামের এই হ্রদয়বান দুই যুবক।
তারা ধারাবাহিক ভাবে অসহায় মানুষদের ত্রান সামগ্রি পৌছে দিচ্ছেন। লন্ডনে থেকে এই রকম যুবক বয়সে গরিব অসহায় মানুষের পাশে দাড়ানো গৌরবের৷ এই মহামারিতে এরকম মহতি কাজ অত্যান্ত প্রশংসনীয়