সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স এর উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেমিনার সোমবার

*সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স (CDGG)* এর উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি *শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান* এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

*তারিখঃ ৩রা জুন, সোমবার*
*সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা*
*স্থানঃ Micro Business Centre*
50B Greatorex St, London E1 5NP

*মূল প্রবন্ধঃ মেজর (অবঃ) সিদ্দিক*

*প্রধান অতিথিঃ ড. হাসনাত এম হুসেইন MBE*

*সভাপতিঃ সোয়ালেহীন করিম চৌধুরী*
চেয়ারম্যান, CDGG

শহীদ জিয়ার জীবণ ও কর্ম নিয়ে আয়োজিত উক্ত সেমিনারে আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

ধন্যবাদান্তে
*মোঃ আবদুল কাইয়ুম*
নির্বাহী পরিচালক, CDGG

আরো পড়ুন