যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন করোনা আক্রান্ত সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আফসর খাঁন ও অসুস্থ্য জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের বাসায় আজ ২৫ই আগস্ট বুধবার সন্ধ্যায় উপহার সামগ্রী প্রেরণ করেন।
শহিদুল ইসলাম মামুনের পক্ষে উপহার সামগ্রী নিয়ে নেতৃবৃন্দের বাসায় যান জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, মহানগর যুবদলের আহ্বাক কমিটির সদস্য নাসির উদ্দিন রহিম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও যুবদল নেতা রাহাত আহমদ টিপু, ছাত্রদল নেতা শাহরিয়ার মুর্শেদ খাঁন, আনোয়ার কাদির, যুবদল নেতা হিবজুল বিশ্বাস রাজু, জলিল আহমদ, হুমায়ুন কবির তালুকদার, শাহেদ সম্রাট আহমদ, শাহিন আহমদ, দুলাল আহমদ, জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনার মহামারী শুরুর পর থেকে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী পরিবারের অসহায় ও অসুস্থ্য সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম মামুন উপহার সামগ্রী ধারাবাহিকভাবে প্রদান করে যাচ্ছেন।