‘যদি অনুমতি না মেলে, তাহলে ২৬ অক্টোবর ঢাকার যেকোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে’
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসছে ২৬ অক্টোবর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তিনি দল ঘোষণার অনুষ্ঠানটি করতে চান। অনুষ্ঠানে নিরাপত্তা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ২০ অক্টোবর আবেদন জানানো হয়েছিল। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দৈনিক প্রথম আলো।,
বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। যদিও এখনও অনুমতি মেলেনি।
এ বিষয়ে নুরুল হক বলেন, “৩০ সেপ্টেম্বর দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। এবার আমরা ২৬ অক্টোবর অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি। যদি অনুমতি না মেলে, তাহলে ২৬ অক্টোবর ঢাকার যেকোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে।”
মতামত দিন