আগামী কাল মঙ্গলবার ২৯ আগস্ট “রোড মার্চ ফর ডেমোক্রেসি ” সফল করুন – লন্ডন মহানগর বিএনপি
দফা এক দাবী এক– ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৯ আগস্ট ঐতিহাসিক হাইড পার্ক কর্নার থেকে রোড মার্চ ফর ডেমোক্রেসি সফলের লক্ষে লন্ডন মহানগর বিএনপির প্রস্তুতি সভায় গতকাল ২৭ আগস্ট রবিবার মেনর পার্কে একটি রেস্টুরেন্টে লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক. প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ. সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক মিসবাহউজ্জমান সোহেল. সহ সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান. আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার লিয়াকত আলী. সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম. সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ. যুক্তরাজ্য বিএনপির নেতা এনামুল হক লিটন. আব্দুল হামিদ খান হেভেন. মেজবাউল ইসলাম বাবু হাওলাদার. লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. সাবেক সহ-সভাপতি এডভোকেট নুরউদ্দিন আহমদ. সাবেক সহ-সভাপতি এমদাদ হোসেন খান. যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হাসান সাকিব. বিএনপি নেতা আবু নোমান. মোমিন ভুঁইয়া কাজল. মোঃ শমসের আকবর পলাশ. যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য বাবর চৌধুরী.
লায়েক মোস্তফা. শেখ খালেদ আহমদ মিনহাজ. হাবিবুল গফফার. ইরাক চৌধুরী. সেলিম আহমদ. জাহাগির হোসেন. শামীম আহমদ. বাচ্চু গাজী. কামাল হোসেন. মোঃ শায়েক আহমদ. ফিরোজ মোল্লা. গাজী রফিক. মোশরফ হোসেন সোহাগ. ইকবাল হোসেন. জয় ইসলাম. আলমগীর আহমদ. দিদার আহমদ. হাবিব হোসেন. রানা সাগর. জাকির খান. মোঃ বিপ্লব মাহামুদ. আবুল কমর মোহাম্মদ খালেদ. মোঃ নাজমুল হোসেন সোহাগ. মোঃ রাকিব. জাহাঙ্গীর খান. মোঃ আসিফ সরকার. মোঃ কবির হোসেন. মামুদ পারভেজ. আবুরকর আরিফ. মোঃ নাসির উদিদন.. ফরহাদ আহমদ. সাইফুর রহমান. জাহিদুল ইসলাম. মোঃ জাকির হোসেন.প্রমুখ।
প্রধান অতিথি এম এ মালিক তার বক্তব্যে বলেন আগামী ২৯ আগষ্ট যুক্তরাজ্য বিএনপির “ মার্চ ফর ডেমোক্রেসি” সফল করা. অবৈধ হাসিনার পতনের লক্ষ্যে সারা বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে তাই আমরা এই প্রবাসী বাঙালি হিসাবে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান করি. প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ বলেন যুক্তরাজ্যে এই রোড মার্চ ডেমোক্রেসি ঘোষণা করেছি এই কর্মসূচি কে সফল করার জন্য কমিউনিটিসহ সকল দল-মত নির্বিশেষে মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।