আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে- মোশারফ হোসেন এমপি

সংগ্রাম ডেস্ক: আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কারণ করোনা ভাইরাস বিশ্বের একটি বৈশ্বিক সমস্যা বাংলাদেশ থেকে যেসব শ্রমিক এই করোনাভাইরাস এর সময় ইতালিতে গিয়েছিল সেইসব শ্রমিকদের শরীরে করণা পজিটিভ পাওয়া যায়। যার কারনে ইতালির প্রধানমন্ত্রী বলে ছিলেন বাংলাদেশি একেকটি শ্রমিক যেন এক একটি বোমার সমান কিন্তু আমার দেশের শ্রমিক অত্যন্ত সহজ সরল আজকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট এর মালিক সাহেদ মত দেশদ্রোহীদের হাতে করোনা পরীক্ষার অনুমতি দেওয়ার কারণে, সাহেদ এর মত মানুষগুলো টাকার লোভে করোনাভাইরাস নেগেটিভ /পজেটিভ বানিয়ে অর্থ উপার্জনের কারণে আজকে আমরা বহির্বিশ্বে কলঙ্কিত হয়েছি, লজ্জিত হয়েছি ।যার দায় সাহেদ সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যারা সাহেদকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে। যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরা আমাদের দেশের মানচিত্র কে খেয়ে ফেলার চেষ্টা করবে। সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী কাছে আমাদের অনুরোধ আন্তর্জাতিক শ্রমবাজারে আমাদের সম্মান রক্ষার জন্য অতি জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ করছি, সরকার প্রধানের কাছে। যাদের রেমিটেন্সের জন্য আজকে আমাদের অর্থনীতির চাকা সচল, তাদেরকে নিয়ে কোন ছিনিমিনি খেলা যাবে না। ছিনিমিনি খেলতে দেওয়া হবে না সুতরাং এখনই ব্যবস্থা নেওয়া জরুরী দরকার বলে আমি মনে করছি।
জাতীয় সংসদ সদস্য
মোঃ মোশারফ হোসেন কাহালু-নন্দীগ্রাম ৩৯ {বগুড়া-০৪}

আরো পড়ুন