আমরা গুম শব্দটা জানতামই না,আজ আমরা নেতাদের গুম হয়ে যেতে দেখছি!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার হাইব্রিড সরকার। ক্ষমতায় থাকার জন্য নির্বাচন থেকে শুরু করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে এ সরকার ক্ষমতায় থাকতে চাইছে। বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, এক লাখের ওপরে মামলা। হাজারো নেতা-কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। ইলিয়াস আলীর মতো নেতা, চৌধুরী আলমের মতো নেতা, লাকসামের পারভেজের মতো নেতাসহ বহু নেতা-কর্মী গুম হয়ে গেছেন। তাঁদের কোনো খোঁজ নেই। আমরা এই পরিস্থিতির সঙ্গে পরিচিতি ছিলাম না। আমরা গুম শব্দটা জানতামই না, গুম কাকে বলে। আজ আমরা আমাদের নেতাদের গুম হয়ে যেতে দেখছি। আমরা দেখেছি খুন করছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে এবং মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ সত্যিকার অর্থে প্রত্যেক মানুষ এখান থেকে বেরিয়ে আসতে চায়। বিশেষ করে নতুন প্রজন্ম এখান থেকে বেরিয়ে আসতে চায়।’
বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
আরো পড়ুন