আরাফাত রহমান’র সমাধিস্থলে প্রবেশে পুলিশের বাধা
আরাফাত রহমান কোকোর সমাধিতে দোয়াপাঠ করতে প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি ছোট দল স্বাস্থ্যবিধি মেনে বনানী কবরস্থানের প্রবেশ মুখে অবস্থান করছেন।
সর্বশেষ কয়েকজনকে ঢুকতে দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঢুকতে দেয়া হয়নি। তাঁরা বাইরে দোয়াপাঠ করছেন।
বুধবার, আগস্ট ১২, ২০২০, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উদ্যোক্তা প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে দোয়া পাঠ করতে স্বাস্থবিধি মেনে প্রবেশমুখে অবস্থান করছেন বিএনপি নেতৃবৃন্দ।
#ArafatRahmanKoko #আরাফাতরহমানকোকো
#51stBirthday #৫১্তমজন্মদিন