ইটালিতে শীতের পিঠা উৎসব উদযাপন

লিপ ইসলাম-ইটালিতে উৎসবমুখের পরিবেশে মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শীতের পিঠা উৎসব উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে লায়লা শাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী রুনার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের রোমের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সেই সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রায় তিনশত লোকের উপস্থিতিতে 100 রকমের শীতের পিঠা প্রস্তুত করা হয়। বাংলা সংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। বিজয়ের মাসে উচ্ছ্বাসিত ভাবে এই অনুষ্ঠানটি পালন করা হয়। এবং সকলে সকলকে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন । রমা ওয়েস্ট মন্তেভেরদে নারী কল্যাণ সংগঠনের সভাপতি লিপি ইসলাম এবং উপদেষ্টা জোবায়দা আক্তার ডলি সপরিবারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। রোমের বিভিন্ন মহিলা সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
নারীনেত্রীদের মধ্যে ছিলেন, সুলতানা নিগার মিতা, মেহনুব তাবাছুম সেলি,নয়না আহম্মদ, শিল্পী চৌদুরি,নারগিস হাওলাদার,সালমা চৌদুরি,রেখা আকতার,পুতুল,নাসরিন সুলতানা, নারগিস আহম্মেদ আরো অনেকই উপস্থিত ছিলেন।সেই সাথে বাচচাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।৷ আসসালামালাইকুম লিপ ইসলাম ইতালির মা প্রতিনিধি

You might also like