ইস্ট লন্ডন বিএনপির NHS কর্মীদের জন্যে উপহার সরুপ খাদ্য বিতরন
সংগ্রাম ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় , NHS কর্মীদের উপহার সরুপ মাসব্যাপী খাদ্য বিতরন কর্মসৃচীর ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ ২৭ মে ২০২০ Shrewsbury Road Health Centre East Ham, London এ ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফকরুল ইসলাম বাদল এর নেতৃত্বে খাদ্য বিতরন করা হয় , এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম, ইস্ট লন্ডন বিএনপির সহ সভাপতি মোহাম্মাদ মাইনুদ্দিন আহমেদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী কামরুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান এবং এনটিভির সাংবাদিক ও যুক্তরাজ্য জাসাস নেতা মাসুদ সহ আরো অনেকে।