একদিন শফিউল বারী বাবু মিউজিয়াম বানাবো-বিথীকা
গত বছর জুলাই মাসের ২৭ তারিখ সকাল ৮টায় বাবু ঘর থেকে বের হয়। আর ফেরা হয়নি। যে জগটায় ওর জন্য পানি রাখা হতো সেই জগের দু গ্লাস পানি হয়তো খাওয়া হয়েছিল বাকীটা আমি রেখে দিয়েছিলাম.. তেমন পরিবর্তন হয়নি শুধু জগের উপরটায় কিছু বাষ্প জমেছে..
সিগারেট খেতে(পান) খুব একটা দেখতাম না তবে ক্লোজ কেউ কিংবা অতিরিক্ত টেনশনে বারান্দায় কিছু সিগারেট ধরাতো। ও চলে যাওয়ার পর বারান্দার এক কোনে বৃষ্টির পানিতে ভেজা কিছু এশ পড়েছিল সেটা আমি সংরক্ষণে রেখে দেই.. এমনি করে ওর স্মৃতি মিশ্রিত অনেক কিছুই সংরক্ষণে রেখেছি। একদিন শফিউল বারী বাবু মিউজিয়াম বানাবো বলে। মহান আল্লাহ কবুল করুন।
লেখাটি বিথীকা বিনতে হোসেন (স্ত্রী শফিউল বারী বাবু ) ফেসবুক থেকে নেওয়া