এক লাফে উপরে উঠার গল্প!

সংগ্রাম ডেস্ক: হরিণ এক লাফে ১৩ হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে ১২ হাত পর্যন্ত যায়।

এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণ কে কখনো ধরতে পারবে না।

কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দুরত্ব দেখার চেষ্টা করে।

হরিণের সব থেকে বড় ভুল পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া।

তাই হরিণের মতো আমরা কোন ভূল করবো না,

জীবনে অনেক ভূল ও স্মৃতিময় গল্প থাকবে এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না।

বার বার ভুল স্মৃতি গুলোর দিকে না তাকিয়ে

নিজের লক্ষ্য নিয়ে সামনের দিন গুলো ব্যস্ত থাকতে হবে তবেই মিলবে সফলতা।

সংগ্রহীত- Kamal uddin(uk) Facebook

You might also like