করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেলেন বিএনপির সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন
সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরাজিউন)।
শুক্রবার(০৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
তিনি জানান, গিয়াস উদ্দিন করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।
শনিবার বাদ জোহর মোহাম্মদপুরের একটি কবরস্থানে তার দাফন হওয়ার কথা।