খায়ের, শিপুর রক্তের কি কোন মূল্য নেই?

  • মহসিন মাহমুদ: যুক্তরাজ্যের সেই অশ্লীল বিএনপি নেত্রীর (সধ্য বহিস্কৃত) বিরুদ্ধে দলের যে অংশ প্রতিবাদ করেছিলো – গত সোমবারে তাদের উপর হামলা করা হয় জাতীয়তাবাদী যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে , সেখানে তারা বিএনপির নামে শ্লোগান দিয়ে ইতিহাসে প্রথমবারে মতো বাংলাদেশী স্টাইলে রাস্তায় পাবলিকের গাড়ি ভাঙচুর করে , ব্যবসাপ্রতিস্টানে হামলা করে ,অতর্কিতে হামলা করে আহত করে দুই জনকে ,একজন হলেন আবুল খয়ের, আমাদের বন্ধু মানুষ , আরেকজন শিপন চৌধুরী , আমার বন্ধু , আমরা একসাথে ক্যাম্পাসের রাজনীতি করেছিলাম , সে সিলেট ছাত্রদলের সাবেক কর্মী ,
    আক্রমণকরী নেতৃত্বে যুবদলের প্রেসিডেন্ট , সেক্রেটারি , তাদের সহযোগী নুরুল আলী রিপন সহ তার আরো কিছু চামচাকে ভিডিওর মাধ্যমে সনাক্ত করে পুলিশ এটেম্প টু মার্ডার কেস এর অভিযোগে তাদেরকে খুঁজছে , আমরাও খুঁজছি , যেখানে পাওয়া যাবে , গণধোলাই দিয়ে এদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে ,

যুক্তরাজ্য যুবদলে গ্রূপিং আছে , বিএনপিতেও আছে ,
এটা কোনো গ্রূপগত রাজনৈতিক পোস্ট নয়- আমি ব্যক্তিগত ভাবে রাজনীতির সাথে সক্রিয় নয় ,আগ্রহীও নয় , কিন্তু ডালিয়া লাকুরিয়ার গোপন ও প্রকাশ্য প্রেমিকদের এটা বলতে চাই , সাবেক রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধু হিসেবে আমার মতো আরো অনেক বড়ো ভাই /ছুটো ভাই / বন্ধু আছেন যারা সিলেটের রাজপথে রাজনীতি করে এসেছি আর এখন রাজনীতিতে সক্রিয় না হলেও একের বিপদে অন্যে ঠিকই ই এক ডাকে একই প্লাটফর্মে দাঁড়িয়ে যাই , আমরা যেদিন দাঁড়িয়ে যাবো যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি টুটটুট করার টাইম থাকবেনা , তোদের গ্রূপিং তোরা মারায়া খা , কিন্তু আমাদের বন্ধুর রক্ত ঝড়ানোর জন্য তোদেরকে আইনগত এবং ব্যক্তিগত ভাবেও আমাদেরকে মোকাবেলা করতে হবে ,ফাইল ফটো

আমরা এসির ভেতরে বসে মুরগির রান চিবোতে চিবোতে রাজনীতি করে আসিনি , কিংবা তারেক রহমানকে পেছনে রেখে সেলফি তুলে নেতা হওয়ার রাজনীতি আমরা করিনি , রাজনীতি করতাম বলে ভয়ে যারা আমাদের এড়িয়ে চলতো , তারা লন্ডনে এসে একেকজন বিরাট ত্যাগী নেতা হয়েগেছে , তারা ফেসবুক লাইভ গিয়ে দেশের কর্মীদের নসিহত করে ! তারেক রহমান লন্ডন থাকেন বলে – লন্ডনে এসে বিড়ালও এখন বাঘ !

সেই সব মফিজদের বলছি ,তোরা দলের নাম ভাঙিয়ে কতো খাবি , খা , তারেক রহমানের নাম বিক্রি কর কিংবা ডালিয়ার মতো আরো নষ্ট মেয়েদের এনে নেত্রী বানিয়ে দে , যা খুশি কর , কিন্তু সাপের লেজে পাড়া দিসনা,

আমরা অস্ত্র জমা দিয়েছি , ট্রেনিং জমা দেইনি, আমরা সাবেক ছাত্রদলকর্মী , দল ক্ষমতায় থাকতেও আমরা বিরোধী দলের চেয়েও কঠিন পরিস্তিতিতে রাজনীতি করে এসেছি , তোদের মত লেপের উষ্ণতায় শুয়ে ফেসবুক লাইভে আমরা বিপ্লবের হিন্দি চুল ফালাইনি , আমরা ঘুমিয়েছি কিন্তু মরে যাইনি , আমরা ঘুমন্ত বারুদ , প্রয়োজন ছাড়া জ্বালিনা কখনো।

  ফটো সংগৃহীত

লেখক:  মহসিন মাহমুদ(সাবেক ছাত্রনেতা)       

 

এখানে প্রকাশিত সব মতামত লেখকের ব্যক্তিগত,

‘সংগ্রাম টিভি’ সম্পাদকীয় নীতির আওতাভুক্ত নয়।

আরো পড়ুন