গ্রেটার ভাঁড়েরা ডেভোলপমেন্ট অর্গানাইজেসন ইউকে ২০২৪/২০২৫ অৰ্থ বৎসরের আংশিক কমিটি গঠিত।
গ্রেটার ভাঁড়েরা ডেভোলপমেন্ট অর্গানাইজেসন ইউকে ২০২৪/২০২৫ অৰ্থ বৎসরের আংশিক কমিটি গঠিত হয়েছে।
বাতিরুল হক সরদার- সভাপতি
এন আলম রিপন – সাধারণ সম্পাদক
মো: মিনার আলী -কোষাধ্যক্ষ*
ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তিনটি গ্রাম ভাঁড়েরা,মাধব পুর, সরদার পাড়ার ইউকে প্রবাসীদের নিয়ে বৃহত্তর ভাঁড়েরা এলাকার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সামাজিক সংগটন ২০২১ সালের এপ্রিল মাসে যাত্রা শুরু হয় । সম্প্রতি সংঘটনের দুই বৎসর ম্যেয়াদি বিগত কার্যকরী কমিটির মেয়াদ শেষ হলে নতুন কার্যকরী কমিটি ঘটনের উদ্যোগ নেওয়া হয় এবং সেই লক্ষ্যে যথাক্রমে গত ২৮সে নভেম্বর ২০২৩ এবং ৫ ও ১২ই ডিসেম্বর ২০২৩ পরপর তিনটি ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত আলোচনা হয় কিভাবে পরবর্তী কার্যকরী কমিটি গঠন করা যায় । সংগঠনের সংবিধান অনুযায়ী ইলেকশন না সিলেকশন এই মতামতের উপর প্রস্তাব আসলে পক্ষে বিপক্ষে যুক্তি তর্কের পর উপস্থিত মেজরিটি মতামতের ভিত্তিতে সেলকশনের মাধ্যমে আগামী কার্যকরী কমিটির আংশিক কমিটি গটনের সিদ্ধান্তে সবাই একমত হন ॥ সভায় প্রস্তাব আসে সংঘটনের বিগত কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাদ্যক্ষ যেন যথারীতি স্বপদে বহাল থেকে ছোট আকারে ২০২৪/২০২৫ সালের জন্য একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গটণ করেন । উপস্তিত সবার অনুরোধে সাবেক সাধারণ সম্পাদক এন আলম রিপন ও সাবেক কোষাধ্যক্ষ মো: মিনার আলী এই মর্মে সম্মতি ব্যক্ত করেন যে তারা মিটিং পরবর্তীতে সাবেক সভাপতি জনাব বাতিরুল হক সরদারের সাথে যৌথ আলোচনার মাধ্যমে তাদের সিদ্বান্ত জানাবেন । পরবর্তীতে তারা তাদের সেই যৌথ আলোচনায় সংঘটনের সিনিয়র সহ সভাপতি জনাব সুয়েব আহমেদ, সাবেক সহ সভাপতি জনাব জিতু মিয়া সরদার ও আমির আলী আঙুর সাহেবকে সম্পৃক্ত করে তারা তিনজন তাদের নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনার সূত্রপাত শুরু করেন এবং দীর্ঘ সময় বিস্তর আলোচনা শেষে ঐক্যমত্যের ভিত্তিতে উপস্তিত অন্য তিন সিনিয়র নেতৃবিন্দের সম্মুখে সম্মতি প্রকাশ করেন যে তারা ২০২৪/২০২৫ সালের কার্যকরী কমিটির যথাযত দায়িত্ব গ্রহণ করবেন এবং এই সময় যৌথ কল কনফারেন্স উপস্তিত থাকা সিনিয়র তিন নেতৃবিন্দ নব নির্বাচিত সভাপতি বাতিরুল হক সরদার ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এন আলম রিপন ও কোষাদ্যক্ষ মো: মিনার আলী কে পুণরায় দায়িত্বভার গ্রহণ করায় তাৎক্ষণিক তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন | সভায় উপস্তিত নব নির্বাচিত সভাপতি বাতিরুল হক সরদার ও কোষাদ্যক্ষ মো: মিনার আলী নব নির্বাচিত সাধারণ সম্পাদক এন আলম রিপনকে ২০২৩/২০২৪ সালের জন্য ছোট আকারে একটি কার্যকরি কমিটির কাঠামো গটন করার জন্য সাংবিধানিকভাবে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করেন এবং নির্দেশ দেওয়া হয় যে যথাশীঘ্র সম্ভব একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গটন করে সভাপতি ও কোষাদ্যক্ষের সাথে আলোচনা করে তা যেন জুম মিটিংয়ের মাধ্যমে প্রকাশ করারা ব্যবস্তা করা হয় ॥
২০২৪/২০২৫ সালের কার্যকরী কমিটি নিয়ে বিভিন্ন সময়ের বার্চুয়াল এই সমস্ত আলোচনা সভায় উপস্তিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন গ্রেটার ভাঁড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি জনাব বাতিরুল হক সরদার, সাবেক সাধারণ সম্পাদক এন আলম রিপন সাবেক কোষাধ্যক্ষ মো: মিনার আলী । সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক সি: সহ সভাপতি সুয়েব আহমেদ, সাবেক সহ সভাপতি আব্দুল জব্বার, সাবেক সহ সভাপতি জিতু মিয়া সরদার, সাবেক সহ সভাপতি জাহেদ আহমেদ, সাবেক সহ সভাপতি হুসেইন আহমেদ নেফুর, সাবেক সহ সভাপতি মাশুক মিয়া,সাবেক সহ সভাপতি আতাউর রহমান বুলু,সাবেক সহ সভাপতি আমির আলী আঙুর,সাবেক সি: যুগ্ন সম্পাদক সিতু কামাল,সাবেক সহ সংগঠনিক সম্পাদক আলী আকবর, সাবেক সহ কোষাধ্যক্ষ মুনসুর আলম,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লখন আহমেদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আফজাল হুসেইন,সাবেক ক্রীড়া সম্পাদক রাশেদ আহমেদ,সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল মিয়া, কার্যকরী কমিটির অন্যতম সদস্য ইউসুফ আলী,সুমন খাঁন প্রমুখ ।