চরলী জেনারেল হসপিটালে সাস্থ্য কর্মীদের মাঝে বার্ণলী বিএনপির খাবার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বার্ণলী বিএনপির উদ্যোগে চরলী জেনারেল হসপিটালে কোভিড-১৯-এর চিকিৎসায় নিবেদিত ডাক্তার, নার্স এবং ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত স্টাফদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বার্ণলী বিএনপির সভাপতি কবি সামছুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক সম্রাট শাহজাহান, যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব ময়না প্রমূখ।

খাবার হস্তান্তরকালে নেতৃবৃন্দ বলেন,চীনের উ’হান থেকে ছড়িয়ে পরা কভিড১৯ এখন এক চরম আতংকের নাম।যার মোকাবেলায় বিশ্বের পরাশক্তি দেশ আমেরিকা, যুক্তরাজ্য,ফ্রান্স, ইটালি, জার্মান,রাশিয়াসহ গোটা বিশ্ব দিশেহারা। বিশ্ব সাস্থ্য সংস্থার জরিপে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।মৃত্যু বরণ করেছেন দুই লক্ষাধিক।খুদ যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৩৬ হাজারের অধিক। আক্রান্ত হয়েছেন দুই লক্ষাধিক।এসব আক্রান্ত মানুষকে বাঁচাতে নিজেদের জীবন বাজি রেখে রাতদিন সেবা দিয়ে যাচ্ছে ন্যাশনাল হেল্থ সার্ভিস( NHS)। মহামারী করোনা মোকাবেলায় সাস্থ্যকর্মীদের অনবদ্য অবদান চির অম্লান হয়ে থাকবে।যেসকল ডাক্তার নার্স অর্থাৎ সাস্থকর্মীরা করোনা ভাইরাস মোকাবেলায় আক্রান্তদের সেবা কালে নিজে সংক্রমিত হয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমমর্মিতা জানাই। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

You might also like