ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের নগ্ন হামলা
আজ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রেসক্লাবের প্রোগ্রাম শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কাকরাইল মোড়ে পুলিশের নগ্ন হামলায় গুরুতর আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন নাছির,মহসিন হল ছাত্রদলের ১নং সহ-সভাপতি কাওসার আহমেদ আশিক,সূর্যসেন হল ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মিনারুল ইসলাম রাহাত।