জামানকে কাউকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই

ইদানিং ফেইসবুকে কোন কিছু নিয়ে লেখার ইচ্ছে হয়না | বিশেষ করে করোনা মহামারীতে অনেক পরিচিত জন চলে যাওয়ায় সব সময় চলে যাওয়ার ভীতি নিজের মধ্যে কাজ করে | ইহকালের জগৎ সংসার নিয়ে ব্যস্ততায় পরকালের জন্য কিছুই করা হয়ে উঠেনি | মহান রবের কাছে কি নিয়ে যাবো ?
যাইহোক গতকাল থেকে ফেইসবুক, অনলাইন ও জাতীয় দৈনিক গুলোতে ভাইরাল এড: সামসুজ্জামান জামান বিএনপি ছেড়ে দিয়েছেন | বিশেষ করে জামান কে অন্তত সিলেটের কাউকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই | এখন ফেইসবুকের যুগ নেতা, বড় ভাই, উপাধী, বিশেষণ এগুলো যে কাউকে নেতা বানিয়ে দেওয়া খুব সহজ | ৮০ দশক ৯০ দশকে তো ফেইসবুক ছিলোনা, তখন যারা রাজনীতি করেছেন কর্মী তৈরী করেই করেই নেতা হয়েছেন |
জনাব সামসুজ্জামান এর সাথে আমার পারিবারিক সম্পর্ক | রাজনৈতিক সম্পর্ক তৈরী হয়েছে ১৯৮৮ সালে সিলেট সরকারী কলেজে ভর্তি হওয়ার পর থেকে | সেই কঠিন সময়ে ছাত্রদল যারা করেছেন তারা সবাই জানেন কি কঠিন পরিস্থিতির মূখোমূখি হয়ে কলেজ গুলো ও শহরে ছাত্রদল করতে হয়েছে | সেই সময় গুলোতে উনার ভূমিকা নতুন করে বলার প্রয়োজন নেই | পারিবারিক সম্পর্কের কারণে আমি কাছ থেকে দেখেছি উনি কি ভাবে বাবার জায়গা বিক্রি করে দলের ও কর্মীদের পিছনে খরচ করেছেন | রাজনীতি করতে গিয়ে জেল জুলুম, মামলা হামলা, বাড়ি ঘর ভাংচুর, পরিবার পর্যন্ত বিপর্যস্ত হতে হয়েছে | ১৯৮৫ থেকে ২০২১ সাল, দীর্ঘ ৩৬ বছর প্রতিটি আন্দোলন সংগ্রামে উনার ভূমিকা কি সেটা সবাই জানেন |
জনাব সামসুজ্জামান সম্পর্কে লিখতে গেলে অনেক লিখা যায় | ফেইসবুকের জমানায় যে কারো বিরুদ্ধে দুই লাইন লিখে সমালোচনা কিন্তু খুব সহজ, সেই সাথে তোষামোদী আরো সহজ | কালকে যখন উনার প্রেস ব্রিফিংয়ে বক্তব্য গুলো কয়েকবার শুনে বুঝার চেষ্টা করেছি | দারাজ গলায় আবেগী কথা, কষ্টের তীব্রতা বুকে এসে লেগেছে | একজন মানুষ কি পরিমান ক্ষোভ ও কষ্ট পেলে দলের সাথে ৩৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বলতে পারেন আমার ৩৬ বছর সদগা দিলাম | একজন জামান উনার কষ্ট ও ক্ষোভের বহির্প্রকাশ ঘঠিয়েছেন | এ রকম অনেকেই হয়তো আছেন নীরবে কষ্ট ও ক্ষোভ গুলো বুকের ভিতরে নিয়ে বসে আছেন |
এখন প্রশ্ন হলো একজন মানুষ ( যে কেউ ) ৩৬ বছর যে দলের পিছনে শ্রম, ঘাম, জীবন, যৌবন বিসর্জন দিলো, সেই মানুষটা দল ছেড়ে চলে যাচ্ছে ! সেখানে কি দলের কোনো দায়বদ্ধতা নেই ? দলে ফিরে আসুন সেই আকুতি মিনতি আমি জানাবোনা | দল কি উদ্যোগ নেয় সেটা দেখার অপেক্ষায় রইলাম |

লেখাটি মিছবাউজ্জামান সুহেল এর ফেসবুক থেকে সংগৃহীত 

আরো পড়ুন