Team 7 উদ্যোগে অসহায় পরিবারে কোরবানির মাংস বিতরণ.

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন টিম ৭ এর
উদ্যোগে অসহায় / হোমলেস / করোনা আক্রান্ত / বেকারগ্রস্ত অন্তত ৫০ টি পরিবারে কোরবানি ঈদ উপলক্ষে ঈদ উপহার স্বরূপ কোরবানির মাংস বিতরণ করা হয়.
পূর্ব লন্ডনের বিভিন্ন বাসায় কোরবানির মাংস পৌঁছে দেন
টিম সেভেনের সদস্যরা.
টিম সেভেনের অন্যতম সদস্য এজে লিমন বলেন স্বল্প আয়ের মানুষ সব দেশেই আছে আমরা তেমনি কয়েকটি পরিবারের খোঁজ পেয়েছিলাম.
আমাদের এই উদ্যোগকে সমর্থন দিয়ে তরুণ ব্যাবসায়ী ও কমিনিটি ব্যাক্তিত্ব মনির এগিয়ে আসেন.
আমরা টিম সেভেন উনাকে স্বাগত জানিয়েছি. আমরা সব সময় সামাজিক কাজের মধ্যেই থাকবো ইনশাা আল্লাহ.
উল্লেখ্য টিম সেভেন তাদের সামাজিক কাজের জন্য দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ইতিমধ্যে.
টিম সেভেনের অন্য সদস্যরা হলেন আব্দুল বাসিত বাদশা. এনামুল হক লিটন. বাবর চৌধুরী. শিমুল চৌধুরী. লুবেক চৌধুরী ও
সংগ্রাম টিভির স্বত্বাধিকারী শেখ সাদেক.

You might also like