তুমি হারলে হেরে যায় বাংলাদেশ

আজ এ দুঃখিনী বাংলায়,
যে মিছিলে যায় শরীরে নোনা ঘাম মেখে
দু’চোখ পোড়ে অনিদ্রায়,যন্ত্রনায় নীল।
মুঠিতে ধরা আছে বিস্ফোরকের চেয়েও
দারুন এক আক্রোশ।
বুকের অন্দরে জমা রেখে দারুন আগুন,
তাদের সাহসী রক্তের উৎসর্গেই মুক্ত হবে মা।

—মাসুদ অরুন
-৫/১২/২১

You might also like