তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিভিন্ন হাসপাতালের NHS ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ অব্যহত ৷

সংগ্রাম ডেস্ক: বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার,নার্স ও বিভিন্ন কর্মীরা।তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের  জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে ।

তার ই ধারাবাহিকতায় আজকে যুক্তরাজ্য বেশ কিছু হাসপাতালের খাদ্য বিতরন করে হয়৷তার মধ্য Kingston Hospital,Hammersmith Hospital, Swensia Hospital, Manchester hospital,Northampton hospital

সহ আরো বেশ কিছু হাসপাতালে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

যুক্তরাজ্য বিএনপি’র কর্মসূচীর অংশ হিসেবে ১০০ টি হাসপাতালে এই সময়ের বীর NHS ডাক্তার, নার্স সেবা প্রদানকারীদের সম্মান সরুপ খাদ্য সামগ্রী বিতরন করার সিদ্ধান্ত নেওয়া হয় তারই ধারাবাহিকতার আজ আমাদের বিভিন্ন হাসপাতালে খাদ্য পৌছে দিয়েছি।

You might also like