নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার উন্নতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাদল বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছিল। শনিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বেডে স্থানন্তর করা হয়েছে। আমরা ঢাকা মহানগরের দক্ষিণ শ্রমিকদলের নেতাকর্মীরা তাকে দেখতে এসেছি। আমরা তার সাথে কথা বলেছি। তিনি আগের চেয়ে সুস্থ অনুভব করছেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী আমির খসরু, উত্তর শ্রমিক দলের সভাপতি জুলফিকর মতিন, সাধারণ সম্পাদক কাজী শাহ আলম রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সবুজ ও মহানগর দক্ষিণের দফতর সম্পাদক মো: আবু কাউছার ভুঁইয়া উপস্থিত ছিলেন বলে জানান তিনি।