বিএনপির পদযাত্রা কর্মসূচী সফল করার লক্ষ্যে এম এ মালিকের নেতৃত্বে বার্মিংহামে লিফলেট বিতরণ

রবিবার ২০ আগষ্ট হাসিনার পদত্যাগের এক দফা দাবীতে আগামী ২৯ আগষ্ট, মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সর্ব বৃহৎ গণ পথযাত্রায় সফল করার লক্ষ্যে বার্মিংহামের কভেন্ট্রী রোড মসজিদে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন করা হয় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এম এ মালিকের নেতৃত্বে । এরপর স্থানীয় একটি রেষ্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক এম মুশাহিদ তালুকদার, উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়া, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জামশেদ আলী, সাবেক সহ সভাপতি আব্বাস আলী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ফয়সাল, সাবেক সাংগঠনিক সম্পাদক কবীর আহমেদ, আয়আস মিয়া, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, ওয়েষ্ট মিডল্যান্ড জাসাসের সাধারণ সম্পাদক ফয়সল মিয়া, জাবেদ চৌধুরী, বাবরুল মিয়া, মুজিব চৌধুরী, রুফু মিয়া, মজনু মিয়া, এডভোকেট নজরুল ইসলাম, জহির আলী, লিটন মিয়া, আবদুল কাইউম, ওলিউর রহমান, ইসলাম খান, আবায়দুল কবীর খোকন, আব্দুল আজিজ, আব্দুল লতিফ।

You might also like